পূর্ব বর্ধমান জেলার বলগোনা বাজারে কাল রাত্রি দশটার পর অযাতা 5 ব্যক্তি ঘোরাফেরা করছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কোন সদুত্তর পায়নি পুলিশ। তাদেরকে গ্রেফতার করে আজ পাঠানো হল বর্ধমান আদালতে। ধৃত 5 ব্যক্তির নাম সেখ হাপিজুল, শেখ হাসান ,শেখ রহিম, শেখ খায়রুল, শেখ মনিরুল হক।আগামীতেও মাস্ক ছাড়া যারা ঘোরাফেরা করবে এবং রাত্রে বেলাতে যারা ঘোরাফেরা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার ডি,এস,পি ডি,আই,বি বীরেন্দ্র কুমার পাঠক।
নাইট কারফিউ অমান্য করায় 5 ব্যক্তিকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ, পাঠানো হল আদালতে
By anandabarta
Published on: August 7, 2021

---Advertisement---