বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

৬দিন পর থেকে জল নামা শুরু হলো হাওড়া উদয়নারায়নপুরে

Published on: August 6, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মতিয়ার রহমান :হাওড়া -নামছে বন্যার জল, বন্যার জল সম্পুর্ন সরে গেলে দেখা দিতে পারে নানান রোগ। কিভাবে তার প্রতিকার করা যায় তাই নিয়ে বৈঠকে বসবেন উদয়নারায়নপুরের বিধায়ক। বন্যার ৬দিন পর থেকে জল নামা শুরু হলো উদয়নারায়নপুরে। লাগাতার প্রবল বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে গত শনিবার থেকেই প্লাবিত হয় উদয়নারায়নপুরের বিস্তির্ণ এলাকা। জলে ডুবে যায় পথঘাট। জলমগ্ন হয়ে যায় বহু বাড়ি। প্রায় এক সপ্তাহ পর থেকে একটু একটু করে জল নামা শুরু হয়েছে।

এখনও জল সম্পুর্ন নামেনি। এখনও বাঁধের ওপরে চলছে ত্রাণ শিবির। নিজেই পরিস্থিতি ঘুরে দেখছেন বিধায়ক সমীর পাঁজা। অধিকাংশ রাস্তার অনেক জায়গায় এখনও জলের তলায়। সেই পরিস্থিতিতে বন্যার জল নেমে গেলে দেখা দিতে পারে নানান রোগের প্রাদুর্ভাব। তার জন্যেই আগাম সতর্কতা নেওয়ার বিষয়ে বৈঠকে বসবেন বলে জানান, উদয়নারায়পুরের বিধায়ক সমীর পাঁজা।

বন্যার পরে সাধারণত কলেরা, আমাশার মতো জলবাহিত পেটের রোগের পাশাপাশি, পতঙ্গবাহিত রোগ যেমন, ডেঙ্গু, ম্যালেরিয়ার মত রোগও ছড়াতে পারে। কিভাবে বন্যার পরে রোগ ছড়ানো ঠেকানো যায় বৈঠকে সেই বিষয়ে আলোচনা হবে বলে প্রশাসনসুত্রে খবর।

Join Telegram

Join Now