দেশ জুড়ে ‘চারণ বন্ধ আন্দোলন’ শুরু করলো ‘রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ’
বাঁকুড়াঃ ‘আদিবাসীদের পরিচয় শেষ করার ষড়যন্ত্রে’র অভিযোগ তুলে এবার দেশ জুড়ে ‘চারণ বন্ধ আন্দোলন’ শুরু করলো ‘রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ’ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার ঐ কর্মসূচীর অঙ্গ হিসেবে বাঁকুড়া শহরে মিছিল করে সংগঠনের সদস্যরা জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছান।সেখানে এক বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশান কর্মসূচীতে অংশ নেন তাঁরা।
‘রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদে’র তরফে অভিযোগ, আদিবাসী সমাজকে ‘বিদেশী’ ঘোষণার ষড়যন্ত্র চলছে। এছাড়াও আদিবাসী সমাজের জল, জঙ্গল ও জমির অধিকার কেড়ে নেওয়া, স্বাধীনতার ৭৪ বছর পরেও উন্নয়নের মূল ধারা থেকে বঞ্চিত সহ সারা দেশেই তাদের উপর অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে দেশের ৩১ টি রাজ্যের ৫৫০ টি জেলায় এই ‘চারণ বন্ধ আন্দোলন’ চলছে বলে ‘রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদে’র জানানো হয়েছে।