মোবাইলে সরকারের আড়িপাতা, এরই প্রতিবাদে বিক্ষোভ সভা তৃণমূল ছাত্র পরিষদের
আজ বহরমপুরে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ প্রতিবাদ সভা নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশ্বদেব কর্মকার। তিনি জানালেন মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিধায়ক ,সাংসদ সকলেরই মোবাইলকে হ্যাক করে ইজরাইলের একটি সংস্থা পেগাসাস। এই নোংরা রাজনীতি বিজেপি সরকার চালিয়ে যাচ্ছে ।এছাড়াও পশ্চিমবঙ্গের মানুষ তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছেন। বিজেপি বরাবরই লাগাতার মূল্যবৃদ্ধি থেকে শুরু করে মোবাইল হ্যাক করা চালিয়ে যাচ্ছে, এরই প্রতিবাদে আজকে বহরমপুর সঞ্চারিকা মরে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ। এছাড়াও তাদের দাবি অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহাকে পদত্যাগ করতে হবে। কেন্দ্র সরকারের মানুষ মারা নীতির প্রতিবাদে আজকে এই ধরনা মঞ্চ।