মালদার হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু ছাত্রীদের আত্মহত্যার প্ররোচনা দিচ্ছেন
![](https://anandabarta.in/wp-content/uploads/2021/07/Sequence-01.Still054-3.png)
একজন জনপ্রতিনিধি হয়ে তিনি ছাত্রীদের শান্ত না করে সমস্যার সুষ্ঠ সমাধানের চেষ্টা না করে উল্টো ছাত্রীদের উত্তেজিত করছেন এবং আত্মহত্যার পথ দেখাতে চাইছেন। হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর বিরুদ্ধে এমনি তোপ দাগলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুভময় বসু।
উল্লেখ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার খারাপ ফলাফল নিয়ে স্কুলের ছাত্রীরা পথ অবরোধ সহ আন্দোলনে শামিল হয়। সেই সময় স্থানীয় বিধায়ক স্কুলে গিয়ে ছাত্রীদের সমস্যার কথা তুলে ধরতেই ওই ধরনের মন্তব্য করে বসেন। সেই মন্তব্যর তীব্র বিরোধিতা করেন তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র।