বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ডিজে বাঁজিয়ে আবির খেলতে খেলতে শ্মশান যাত্রা

Published on: July 27, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মালদাঃ-হঠাৎ উৎসব রাস্তা দিয়ে ডিজে বাঁজিয়ে আবির খেলতে খেলতে নাচতে নাচতে যাচ্ছে এরকম একটি দল দেখে প্রথম দেখে ভাবতে হছে পরে দেখা গিয়েছে শ্মশান যাছে। কোনো উৎসব আনন্দে মেতেছে সবাই কিন্তু না কাছে গিয়ে দেখা যায় পুরো উল্টো চিত্র ,জানা যায় মানিকচক থানা মথুরাপুর অঞ্চলের গোয়ালপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় রহিলা ঘোষের। যার মৃত্যুকালীন বয়ে হয় ১১০ বছর। ওনার শেষকৃত্য সম্পন্ন করতে পরিবারবর্গ ও গ্রামবাসীরা, ডিজে খোলকতাল, বাজিয়ে আবির খেলে পৌঁছান মথুরাপুর মহাশ্মশানে।

এ বিষয়ে একজন গ্রামবাসী জানান মঙ্গলবার দুপুর নাগাদ হঠাৎ করে গ্রামের রহিলা ঘোষের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ১১০ বছর। তার এই গ্রমে ১১০ বছর বয়সে মৃত্যুতে অনন্দে ডিজে বাজি আবীর খেলে শ্মশান ঘটে নিয়ে যাওয়া হছে। আমাদের গ্রামে প্রথম যিনি এতদিন বেঁচে ছিলেন। ফলে আমরা সকলে মিলে তার শেষ যাত্রায় সামিল হয়েছি।
রহিলা ঘোষ এর পুত্র এ বিষয়ে জানান মাতৃ বিয়োগ বড় বেদনার তবুও মায়ের শেষ যাত্রা আমরা আনন্দ উপভোগ করে কাটানোর চেষ্টা করছি কারণ তিনি আমাদের সাথে বহু বছর কাটালেন এই পৃথিবীতে। উনি ভালো থাকুক সুস্থ থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। উনার আত্মার শান্তি হোক।

Join Telegram

Join Now