আবারো জোর ধাক্কা গেরুয়া শিবিরে
কেতুগ্রাম :রতন চক্রবর্তীর রিপোর্ট -কেতুগ্রাম বিধানসভার আগর ডাঙ্গা, মুরগ্রাম,পান্ডুগ্রাম, পালিটা, রাজুর,নিরোল, কেতুগ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের বেশকিছু সদস্য ,মন্ডল সভাপতি, বুথ সভাপতি সহ * প্রায় 7000 * এর বেশি কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার আবেদন করে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো । গত তিনদিন ধরে আজ পর্যন্ত কেতুগ্রামের সর্বত্র এলাকায় যোগদান মেলা অনুষ্ঠিত হলো ।
আগত সকল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কেতুগ্রাম বিধায়ক শেখ সাহানাজ এবং জেলা পরিষদ সদস্য তরুণ মুখার্জি ও বিকাশ মজুমদার ।কেতুগ্রামের বিধায়ক শেখ সাহানাজ ,আগত নূতন কর্মীদের কে সাথে নিয়ে দলের পুরাতন কর্মীদের শান্তিপূর্ণভাবে উন্নয়নের কাজ করার বার্তা দেন, এছাড়াও সব পঞ্চায়েতে পুরাতন কমিটি ভেঙে,নতুন কমিটি গঠন করার কথা বলেন।
বিজেপি থেকে আগত কর্মীরা বলেন ” ভুল বুঝে আমরা বিজেপিতে যোগ দিয়েছিলাম কিন্তু এখন বুঝতে পারছি ওই পার্টি সাধারণ মানুষের কথা ভাবে না, সাধারণ মানুষের কথা ভাবেন আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, এই জন্যই আমরা তৃণমূলে যোগদান করছি। “