গঙ্গা ভাঙ্গন পরিদর্শন করলেন রাজ্য সেচ দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন
শনিবার সকালে ফারাক্কা আকরা ব্রিজ থেকে শুরু করে ফারাক্কা অর্জুনপুর পর্যন্ত নৌকার মাধ্যমে গঙ্গা ভাঙ্গন পরিদর্শন করলেন রাজ্যের সের্চ দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি গঙ্গা ভাঙ্গন পরিদর্শনে এসে জানান প্রত্যেকবারই বরষার আগে কিছু না কিছু কাজ শুরু হয় এবারও কাজ শুরু হয়েছে এমনকি দুটি গ্রাম পঞ্চায়েত কেউ দায়িত্ব দেয়া হচ্ছে এবং পলিব্যাগ পাঠানো হচ্ছে। ইতিমধ্যে সাড়ে 12 কোটি টাকার স্কিম পাঠানো হচ্ছে, আশাকরছি বর্ষার পরে পরেই স্কিম পাস হবে। সেচ মন্ত্রীর সাথে পরিদর্শনে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সংসদ খলিলুর রহমান ও ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রত্যেকবারই বর্ষায় ব্যাপক ভাঙ্গন হয় ফারাক্কা বিধানসভার বিভিন্ন এলাকায় ফারাক্কার বেশ কিছু এলাকা গঙ্গা ভাঙ্গন পরিদর্শন করার পর ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করতে যান রাজ্য সেচ দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান ও ফারাক্কা বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনিরুল ইসলাম সহ একাধিক বিশিষ্টজন।