দলত্যাগীদের কাছে ফিরে আসার অ্যাপ্লিকেশন চাইলেন তৃণমূল জেলা সভাপতি
এদিন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান সাংবাদিক বৈঠক করলেন। তিনি সাংবাদিক বৈঠক করে জানালেন বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় তৃণমূল কংগ্রেসের অনেক নেতা যারা দল বিরোধী কাজ করেছে এবং নির্বাচনে অন্য দলের ভোট করেছে , এরকম অনেক নেতা পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির কর্মকর্তা অনেক জেলা পরিষদের কর্মকর্তা যারা এই ধরনের দলকে বিপাকে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় লাভের পর সে সমস্ত নেতারা আবার তৃণমূল কংগ্রেসে বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করছেন ।
তাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান স্পষ্ট জানালেন রাজ্য তৃণমূল কংগ্রেসকে অ্যাপ্লিকেশন করুন দলে ফিরবেন আবেদন জানিয়ে জেলা তৃণমূলের মাধ্যমে। কোন সময় অধীর চৌধুরী হাতকে শক্তিশালী করেছে আবার কোন সময় বিজেপির হাতকে শক্তিশালী করেছে সেই সমস্ত নেতারা। এপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশন যদি রাজ্য নেতৃত্ব অনুমোদন দেয় তাহলে সেই সমস্ত দল ত্যাগী নেতারা আবার দলে ফিরে আসতে পারবেন বলে এদিনের সাংবাদিক বৈঠক থেকে জানালেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান।