থানা ঘেরাও কর্মসূচি বিজেপি মহিলা মোর্চার
মালদা: ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও কর্মসূচি বিজেপি মহিলা মোর্চার। গোটা রাজ্যের পাশাপাশি শুক্রবার মালদাতেও ইংলিশ বাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল মহিলা মোর্চার কর্মীরা। এদিন মহিলা মোর্চার কর্মীরা ইংরেজবাজার থানার মূল ফটকের সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ প্রদর্শন করেন। রাজ্য মহিলা মোর্চা সহ-সভাপতি মৌসুমী মিত্র অভিযোগ করেন, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে গোটা রাজ্য জুড়ে হিংসা বেড়ে চলেছে। দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা। মহিলাদের নিরাপত্তা নেই। অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। এরই প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলা জেলা ও থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে আজ।