বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ভাতারের ওরগ্রামে বজ্রপাতে মারা গেল চারটি গরু

Published on: June 14, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

বজ্রপাতে মৃত্যু হল চারটি গবাদি পশুর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বর্ধমান বোলপুর টু বি জাতীয় সড়কের পাশে ওড়গ্রাম ক্যানেল সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ওড়গ্রাম ক্যানেল সংলগ্ন মাঠে বেশকিছু গরু চড়াচ্ছিলেন কয়েকজন গোপালক। সেই সময় হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয় । গোপালকরা নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। কিন্তু বজ্রপাতে মাঠেই মারা যায় একসাথে চারটি গরু । মৃত গরুগুলির মালিকের নাম শেখ মঞ্জুর ,শেখ জান আলী, শেখ মনসুর ও নিশা বাউরী । সকলের বাড়ি ভাতারের ওড়গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার ওড়গ্রাম ফাঁড়ির পুলিশ।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে।

Join Telegram

Join Now