এক পথচারীকে পিষে দেয় চাল বোঝাই 407 ম্যাটাডোর
নদীয়া কৃষ্ণনগর :- আজ সকাল দশটা নাগাদ, নদিয়ার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের ওপর ভান্ডারখোলা এলাকায় সোনাভাটার কাছে একটি চাল বোঝাই 407 ম্যাটাডোর, রাস্তার বাঁ দিক থেকে যাওয়া , এক পথচারীকে পিষে দেয়। ওই সাইকেল আরোহীর নাম জাকির শেখ, তিনি কাজের সন্ধানে তার বাড়ি থেকে জাভা যাচ্ছিলেন সাইকেল করেই।। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহটিকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় তিনি মৃত।এরপর, প্রতিবেশী ইন্দ্রজিৎ হালদার, এবং তার এক শ্যালক উপস্থিত হয় কোতোয়ালি থানায়। বর্তমানে ওই গাড়িটি আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ।