গলাকেটে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ
পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার গলায় আঘাতের চিহ্ন । গলাকেটে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ পরিবারের । নন্দকুমার থানার কল্যাণপুর এলাকার ঘটনা ।মৃত যুবকের নাম তপন বেরা। বয়স ২৭ বছর। বাড়ি নন্দকুমার থানার মাধবপুরে। গত বিধানসভা ভোটে মাধবপুর এলাকায় বিজেপির সক্রিয় কর্মিও ছিলেন তপন বেরা । পরিবারের লোক তপনের মৃত্যুর প্রধান কারণ খুঁজে না পেলেও তপনের মামা কৃষ্ণকান্ত বেরার অভিযোগ যে তপনকে রাজনৈতিক প্রতিহিংসার কারনেই খুন করা হয়েছে । এই মর্মে নন্দকুমার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে ।
মৃত যুবক পেশায় পাইপ লাইনের কর্মি ছিলেন । গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যায় রাতে আর বাড়ি ফেরেনি। পরে মঙ্গলবার সকালে পাশের গ্রামের একটি পুকুর থেকে তার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। নন্দকুমার থানার পুলিশকে খবর দেওয়া হলে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় তমলুক জেলা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ । রাজনৈতিক গত কারণেই মৃত্যু , এমনটা মানতে নারাজ স্থানীয় নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে । তাঁর বক্তব্য স্থানীয় বিজেপি নেতৃত্বরা ব্যক্তিগত কারনের মৃত্যুর ঘটনাকে রাজনৈতিকভাবে জড়িয়ে রাজনীতি করার চেষ্টা করছেন । যদিও BJP জেলা সভাপতি নবারুন নায়কের দাবি, বিজেপি করার অপরাধেই খুন হতে হয়েছে তপন বেরাকে । সবমিলিয়ে তপন বেরার মৃতদেহ ঘিরে নন্দকুমার বিধানসভায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ।