উন্নততর রেড ভলেন্টিয়ার্স তৈরীর লক্ষ্যে রেড ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ শিবির
মাধব দেবনাথ, নদীয়া:-করোনা অতিমারীর সময় হাজার হাজার করোনা আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন রেড ভলেন্টিয়াররা।আর এই করোনা আবহে আরো উন্নততর রেড ভলেন্টিয়ার্স তৈরীর লক্ষ্যে রেড ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রানাঘাট শাখা।রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গাংনাপুর এরুলি অঞ্চলের রেড ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ শিবির আয়োজিত হল গাংনাপুর কো-অপারেটিভ লজে। করোনা আক্রান্ত রোগীকে হাসপাতাল পৌঁছনোর আগে আপৎকালীন কি কি করণীয় সে বিষয়ে রেড ভলেন্টিয়ারদের সম্যক জ্ঞান প্রদান করেন রানাঘাট মহাকুমার বিশিষ্ট চিকিৎসকরা।উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার ডা:শ্যামল কুমার পোড়ে ও ডা:সন্দীপ মিত্র।এই প্রশিক্ষণ শিবিরে সময়পযোগী বক্তব্য পেশ করেনপশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রানাঘাট শাখার সম্পাদক প্রদীপ কুমার নাগ।