বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

15 দিন বন্ধ মদের দোকান, তাই লাইন দিয়ে মদ মজুত করার প্রচেষ্টায় সুরা পিপাসুরা

Published on: May 15, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

পশ্চিম বঙ্গ সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী কাল রবিবার থেকে বন্ধ পানশালা ও মদের দোকান । মদের দোকান বন্ধ থাকলে চলে কি করে! তাই লাইন দিয়ে মদ মজুত করার প্রচেষ্টায় সুরা পিপাসু মানুষ জন। আজ শ্যামপুরের বিলাতি মদের অফ্ সপের সামনে মানুষের দীর্ঘ লাইন দেখে অবাক হয়েছেন পথ চলতি মানুষ ।

কোভিড মোকাবিলায় কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার আগামীকাল থেকে 15 দিন একটানা কার্যত লকডাউনের ঘোষণা করেন রাজ্য সরকার। একমাত্র জরুরী পরিষেবা ছাড়া সমস্ত কিছু বন্ধ থাকবে এই খবর সম্প্রচারিত হওয়ার পর থেকেই শনিবার বেলা পাঁচটা বাজতেই নদীয়ার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শান্তিপুরের বেশ কয়েকটি মদের দোকানে হুড়োহুড়ি , সাধারণ মানুষের লম্বা লাইন লক্ষ্য করা গেল। করোনা সংক্রমণ এড়াতে রাজ্য সরকার যেখানে কার্যত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সেখানে করো না বিধি কে উপেক্ষা করেও সূরা প্রেমীরা মদের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন মদ কেনার জন্য। তাদের বক্তব্য আগামীকাল থেকে 15 দিন বন্ধ থাকবে সমস্ত মদের দোকান সেই কারণেই লাইনে দাঁড়িয়ে তারা মদ কিনতে এসেছেন তারা এও বলছেন নেশার জিনিস তো কিছু করার নেই এখন লাইনে দাঁড়িয়ে মদ কিনে রাখতে হবে।

Join Telegram

Join Now