গরু পাচারকাণ্ডে অনুব্রতকে তলব
মঙ্গলবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচারকাণ্ডে ডেকে পাঠাল সিবিআই। স্বাভাবিক ভাবেই বিষয়টিতে চক্রান্ত দেখছে তৃণমূল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে বলেছেন, প্রতিটি নির্বাচনের আগে অনুব্রতকে নজরবন্দি করার চেষ্টা হয়। তিনি সিবিআই দপ্তরে যেতে নিষেধ করেছেন অনুব্রতকে।বীরভূমের ভোট নিয়ে এবার যথেষ্ট চাপে রয়েছেন অনুব্রত ওরফে কেষ্ট। অষ্টম তথা শেষ দফায় নির্বাচন হবে বীরভূমে। জেলার ১১টি আসনে একদিনেই ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ২৯ এপ্রিল নির্বাচন সেখানে।লোকসভায় দেখা গিয়েছে জেলার ১১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে পাঁচটিতে। বাকি ছয়টিতে তৃণমূল এগিয়ে। অর্থাত্ লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি।
আয়কর দপ্তর অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছে। এবার গরু পাচার কাণ্ডেও তাঁকে ডাকা হল। বীরভূমে নতুন পুলিশ সুপার করা হয়েছে নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। নন্দীগ্রামে ভোটের দায়িত্বে ছিলেন তিনি।বিরোধীরা মনে করছে, এভাবেই কার্যত অনুব্রতকে ‘ ঘিরে’ ফেলা হচ্ছে।প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী নির্বাচনের দিন অনুব্রতকে ‘খেলতে’ দেখা যাবে না?একের পর এক ঘটনা যেভাবে সামনে আসছে,আগামীদিন বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপট এ অন্য সুর শোনা যেতেই পারে।