টিএমসি মানে টেরর, মার্ডার, কোরাপশান! আক্রমণ শিবরাজের
একুশের বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই এ রাজ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়ছে বিজেপির কেন্দ্রীয় নেতারা। বঙ্গ জয়ের লক্ষ্যে এদিন রাজ্যে এসে তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ময়নার বিজেপি প্রার্থী তারকা ক্রিকেটার অশোক দিন্দার সমর্থনে জনসভায় অংশ নেন শিবরাজ সিং চৌহান। মেদিনীপুরের জনসভা থেকে শিবরাজ বলেন, ‘তৃণমূল কংগ্রেস দল অর্থাত্ টিএমসি-র পুরো অর্থ হল টি-টেরর, এম-মার্ডার, সি-কোরাপশন।’ পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঢেউ চলছে। মে মাসের ২ তারিখ দিদি যাবে আর বিজেপি আসবে। রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতি, কাটমানি, স্বজনপোষণ বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। তাঁর আরও সংযোজন, ২ মে দিদি চলে গেলেই সব গুণ্ডাদের এক এক করে জেলে ভরা হবে। বাংলায় জঙ্গলরাজ আর চলবে না। এ দিনের জনসভা থেকে দিদি শব্দের ব্যাখ্যাও দেন তিনি।ডি-ডিক্টেটর, আই-ইনসেন্সিটিভ, ডি-ডিড অফ স্প্রেডিং ফিয়ার, আই-ইনকম্পিটেন্ট সিএম অর্থাত্ তাঁর দাবি, মমতা ব্যানার্জি একনায়ক, অসংবেদনশীল, ভয় দেখিয়ে বেড়ান সবাইকে এবং একজন অযোগ্য মুখ্যমন্ত্রী।
ডি-ডিক্টেটর, আই-ইনসেন্সিটিভ, ডি-ডিড অফ স্প্রেডিং ফিয়ার, আই-ইনকম্পিটেন্ট সিএম অর্থাত্ তাঁর দাবি, মমতা ব্যানার্জি একনায়ক, অসংবেদনশীল, ভয় দেখিয়ে বেড়ান সবাইকে এবং একজন অযোগ্য মুখ্যমন্ত্রী।বিজেপি এবারে পাখির চোখ করে তুলেছে বাংলার ক্ষমতা দখলকে। আর তাই ঘন ঘন এই রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা থেকে শুরু করে বিজেপির নানান নেতারা। এমনকি বাংলার ক্ষমতা দখল করার জন্য বিজেপি এখন দলের ভিন রাজ্যের দলীয় মুখ্যমন্ত্রীদেরও বাংলার ভোট ময়দানে নামিয়ে দিয়েছে। কিছুদিন আগেই এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন এসেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহাণ। আর এসেই তিনি আক্রমণ শানিয়েছেন তৃণমূলকে। বলেছেন টিএমসি মানে, টেরর-মার্ডার-কোরাপশান। টি ফর টেরর, এম ফর মার্ডার, আর সি ফর কোরাপশন।’