ভোট বয়কটের ডাক দিলেন আসানসোল বার্নপুর বার্ন স্ট্যান্ডার্ড কারখানার ওয়াগন কলোনির বাসিন্দারা
আসানসোল ۔۔ভোটের মুখে ভোট বয়কটের ডাক দিলেন আসানসোল বার্নপুর বার্ন স্ট্যান্ডার্ড কারখানার ওয়াগন কলোনির বাসিন্দারা। তাদের দাবি দীর্ঘদিন ধরে তাদের কলোনীতে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা ঠিক মত নেই, বিক্ষোভ করে পানীয় জলের পরিষেবা একটু ঠিক হলেও বিদ্যুৎ পরিষেবা এখনো ঠিক হয় নি। কলোনির বাসিন্দা তথা বার্ন স্ট্যান্ডার্ড প্রাক্তন কর্মচারী শিশির চ্যাটার্জী জানান যে আমরা নিরুপায় হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছি। আমাদের বকেয়া টাকা বাকি রয়েছে কোম্পানির ঘরে,হাই কোর্টে কেস চলছে।
কিছু দিন আগে পানীয় জল কেটে দিয়েছিল রাস্তা অবরোধ আন্দোলন করার পাশাপাশি প্রশাসনের হাতে পায়ে ধরে জলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বিদ্যুৎ পরিষেবা রাত্রি 9 টা থেকে ভোর 5টা পর্যন্ত দেয়। আমাদের পরিবার আছে, বাচ্চাদের পড়াশুনা করতে অসুবিধা হচ্ছে অনেক কষ্টের মধ্যে আমাদের জীবনযাপন করতে হচ্ছে, তাই আমার প্রশাসক মহল ও বিভিন্ন নেতাদের কাছে গিয়ে বলছি যে আমাদের নিজেরদের খরচায় বিদ্যুতের ব্যবস্থা করে দেবার জন্য। কিন্তু তা হয়নি,যখন আমাদের পাশে কেও দাঁড়াচ্ছে না তখন আমরা ভোট দিয়ে করবো কি তাই এই সিদ্ধান্ত।তিনি আরো বলেন যে আমাদের একমাত্র উদ্দেশ্য আসানসোলের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা!