মমতার আরোগ্য কামনায় তারাপীঠে যজ্ঞ
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার নন্দীগ্রামে ‘হামলা’য় চোট পেয়েছেন। দলনেত্রীর সুস্থতা কামনায় বৃহস্পতিবার দুপুরে তারাপীঠে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে হল হোম যজ্ঞ। উপস্থিত ছিলেন হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক চ্যাটার্জি। দলের জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মমতা ব্যানার্জির উপর ‘হামলা’র প্রতিবাদে বৃহস্পতিবার জেলা জুড়ে ধিক্কার মিছিলের ডাক দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। এদিন সকালে বোলপুরে জাতীয় সড়ক ২ বি অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তাদের দাবি মমতা ব্যানার্জিকে যারা আহত করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নিতে হবে আইনানুগ ব্যবস্থা।
মমতার উপর ‘হামলা’য় যারা যুক্ত, তাদের দ্রুত শাস্তির দাবি করেছেন তৃণমূল কর্মী ও সমর্থকরা। মমতা ব্যানার্জি অবশ্য দলীয় নেতা ও কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘শান্ত ও সংযত থাকুন। এমন কিছু করবেন না যাতে মানুষের অসুবিধা হয়।’