7 ই মার্চ ব্রিগেডে বিজেপির সভায় সৌরভ গাঙ্গুলীর যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে… কপালে ভাঁজ শাসকদলের
বিধানসভা নির্বাচন শুধু সময়ের অপেক্ষা। রাজনৈতিক পালাবদল শুরু হয়েছে অনেক আগে থেকেই। যত দিন ঘনিয়ে আসছে ততই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। ইতিমধ্যে শাসক দল ক্ষমতায় আবারো আসছে এমন টাই বিভিন্ন মাধ্যমে সমীক্ষায় উঠে আসছে ।এরইমধ্যে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে আগামী 7 ই মার্চ ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর সেই জনসভায় থাকবে একাধিক চমক।
সূত্রের খবর এদিনই বিজেপিতে যোগদান করবেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। দীর্ঘ কয়েক মাস ধরেই তাকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছিল তুঙ্গে ।আজ এই জল্পনা আরো বেশ কিছুদূর বা বেশ কিছু ধাপ এগিয়ে বলে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে ।সৌরভ গাঙ্গুলী বিজেপিতে যোগদান করলে পাসা পাল্টে যাওয়ার সম্ভাবনা প্রবল সেকথা এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা।
বাংলার স্বচ্ছ ইমেজ ,ব্র্যান্ড আইকন সৌরভ গাঙ্গুলী বিজেপিতে যোগদান করলে শাসকদলের থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে থেকে লড়াই শুরু করবে বিজেপি এবারের বিধানসভা নির্বাচনে বলে মনে করছেন অনেকেই। ইতিমধ্যে আজ আসানসোলের মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদান করছেন। নির্বাচনের আগে এরূপ পাস পরিবর্তনে যথেষ্ট চাপে শাসক দল তৃণমূল কংগ্রেস।