“মাছে ভাতে বাঙালি” অনুষ্ঠান চালু করলো বিজেপি নেতৃত্বরা
দিদির 5 টাকার ডিম ভাত নয়,বিনে পয়সায় “মাছে ভাতে বাঙালি” অনুষ্ঠান চালু করলো পূর্ব মেদিনীপুর এর পানিপারুলের বিজেপি নেতৃত্বরা। আলু ভাজা,ডাল,মাছের ঝোল চাটনি সহ পাত পেতে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছে এগরার পানিপারুল বিজেপির নেতৃত্বরা।
এমন অনুষ্ঠান গোটা এগরা এলাকা জুড়ে বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় চলতে থাকবে জানান বিজেপি নেতৃত্বরা। সকালে চায়ে পে চর্চার পাশাপাশি দুপুরে মধ্যাহ্ন ভোজনের চর্চার আয়োজন হবে বলে জানান আয়োজক বিদেশ পাত্র ও কনিষ্ক পণ্ডা। আরো বাঙালিআনার সংস্কৃতি কে তুলে ধরতে মাছে ভাতে বাঙালি এমন অনুষ্ঠান করবে এগরার বিজেপি।