বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ইংল্যান্ডকে হারিয়ে ৩১৭ রানে জয় ভারতের

Published on: February 16, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

চিপকে ইংল্যান্ডকে দুরমুশ করে একাধিক রেকর্ড গড়লেন বিরাট কোহলি৷ দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানে হারাল ভারত৷ ইংল্যান্ডের বিরুদ্ধে রানের নিরিখে যা ভারতের সর্বোচ্চ ব্যবধানে জয়৷ একই সঙ্গে মঙ্গলবার ইংল্যান্ডকে হারিয়ে দেশের মাটিতে মাটিতে সর্বাধিক ২১টি টেস্ট জিতে মহেন্দ্র সিং ধোনিকে ছুঁলেন কোহলি৷প্রথম ম্যাচ হারের বদলা নিল চেন্নাইতেই। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানে হারিয়ে জয়ের শিরোপা ভারতের। 

চেন্নাইয়ে জিতে ৪ ম্যাচের সিরিজ ১-১ করল ভারত। ৫ উইকেট নিলেন অক্ষর প্যাটেল। ৪ ম্যাচে টানা হারের পর জয় পেলেন অধিনায়ক কোহালি। প্রথম ইনিংসে রোহিত শর্মা এবং দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের শতরান বড় ভূমিকা রয়েছে ভারতের জয়ে। চতুর্থ দিনের ম্যাচের সেরা রবিচন্দ্রন অশ্বিন।

Image result for india eng match image

একই সঙ্গে এটি ভারতের পঞ্চম সর্বোচ্চ রানের টেস্ট জয়৷ দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত সেঞ্চুরির পর চিপকে ভারতের জয়টা শুধু সময়ের অপেক্ষা৷ প্রথম ইনিংসে ১৯৫ রানে এগিয়ে থাকার সুবাদে ইংল্যান্ডের সামনে ৪৮২ রানের ‘অসম্ভব’ টার্গেট দিয়েছিল ভারত৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে এত রান তাড়া করে কোনও দল জেতেনি৷ ইংল্যান্ডও পারল না৷ ভারতের স্পিনের থ্রি মাস্কেটিয়ার্সের বিরুদ্ধে ১৬৪ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড৷ এদিন ইংল্যান্ডকে হারিয়ে টানা চার টেস্টে হারের পর জয়ে ফিরলেন ক্যাপ্টেন কোহলি৷ অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচের সেরা হলেন রবিচন্দ্রন অশ্বিন৷

Image result for india eng match image

এই জয়ের ফলে ঘরের মাঠে ২১টি টেস্ট জিতে ধোনির রেকর্ড ছুঁলেন কোহলি৷ এতদিন ভারত অধিনায়ক হিসিবে দেশের মাটিতে সর্বাধিক টেস্ট জয়ের রেকর্ড ছিল ধোনির দখলে৷ কিন্তু মঙ্গলবার চিপকে ইংল্যান্ডকে হারিয়ে ধোনির সেই রেকর্ড ভাগ বসালেন বিরাট৷ তবে বিরাটের ২১টি জয় এসেছে ধোনির থেকে দু’টি টেস্ট কম খেলে৷ বিরাটের নেতৃত্বে ভারত ঘরের মাঠে ২৮টি টেস্টে ২১টিতে জয়, ২টি হার এবং পাঁচটি ড্র করেছে৷ আর ধোনির নেতৃত্বে ভারত ঘরের মাটে ৩০টি টেস্ট খেলেছিল৷ যার মধ্যে ২১টিতে জয়, তিনটি হার এবং ৬টি টেস্ট ড্র করেছিল ভারত৷অভিষেক টেস্টে ৬০ রান দিয়ে পাঁচ উইকেটে তুলে নেন বাঁ-হাতি স্পিনার অক্ষর৷ ভারতের নবম বোলার হিসেবে অভিষেক টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন এই বাাঁ-হাতি স্পিনার৷

Join Telegram

Join Now