বিজেপির মন্ডল সভাপতিকে লক্ষ্য করে গুলি
মালদায় বিজেপির মন্ডল সভাপতিকে লক্ষ্য করে গুলি। তার গায়ে লাগে তিনটে গুলি। মালদার সামসি এলাকার ঘটনা। আহত বিজেপির মন্ডল সভাপতি সাদেক আলী আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির অভিযোগ ওই এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হক এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিনা বিবি এলাকার তৃণমূল নেতা মহব্বত আলীর নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করা না হলে অবিলম্বে তারা আন্দোলনে নামবে।