বঙ্গধ্বণির পাল্টা হরিধ্বণি নন্দীগ্রামে
তুহিন শুভ্র আগুয়ান; নন্দীগ্রামঃ গত কয়েকদিন আগেই নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। এরইমধ্যে সরগরম নন্দীগ্রামের রাজনৈতিক পরিস্থিতি। আগামী ৭ই জানুয়ারি নন্দীগ্রামে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবার তৃণমূলের বঙ্গধ্বনির পাল্টা হরিধ্বনি কর্মসূচি পালন করল বিজেপি নেতৃত্বরা। একুশে নির্বাচনের আগে ইতিমধ্যে প্রতি ব্লকে ব্লকে তৃণমূলের তরফ থেকে শুরু হয়েছে বঙ্গধ্বনি যাত্রা। তারই একপ্রকার পাল্টা হিসেবে নন্দীগ্রামে বিজেপির তরফ থেকে হরিধ্বণি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রবিবার দুপুরে নন্দীগ্রাম- ২ ব্লকের আমদাবাদ অঞ্চলের অধীন সুবদী গ্রামের বেশকিছু এলাকা এই কর্মসূচি পালন করে বিজেপি। খোল- খরতাল সহযোগে বিজেপি নেতা কর্মীরা এই কর্মসূচি পালন করে। এদিনের এই কর্মসূচি থেকে প্রায় ৩০০জন বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল সহ অন্যান্যরা। তিনি বলেন, “মানুষ চাইছে আগামী একুশে বিজেপি আসুক। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে চাইছে না মানুষ। তাই তৃণমূল ছেড়ে আমাদের দলে যোগদান করেছেন কর্মীরা। একুশে নির্বাচনে বিজেপির জয় হবে।