খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাশিলা চন্ডিপুরে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে একটি শীতবস্ত্র প্রদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ এদিন সভা মঞ্চ থেকে তৃণমূলের রাজ্য যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিশানা করে বলেন 21 সালে বিধানসভা নির্বাচনের পর আমাদের দল পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে আর তারপর আমি এখন থেকে প্রতিজ্ঞা করে নিয়েছি ভাইপোর কোমরে দড়ি পরিয়ে গোটা রাজ্যটা ঘোরাবো।

এর পাশাপাশি খণ্ডঘোষ থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন এতদিন যা করেছেন করেছেন এখনো সময় আছে পাল্টে জান না হলে পাল্টে দেবো, তিনি আরো বলেন যদি খণ্ডঘোষ ব্লকের কোন ভারতীয় জনতা পার্টির কর্মীদের গায়ের একটু আচর লাগে তাহলে কিন্তু আপনাকে কম্পালসারি ওয়েটিং এ থাকতে হবে তারপর 10 বছর পর আপনাকে রাস্তায় রাস্তায় ঘোরানো হবে।
