রিষড়ার বিভিন্ন জায়গায় কল্যাণ ব্যানার্জী লেখা দেয়ালের উপর শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার
রিষড়া শহর জুড়ে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার পোস্টারে ছেয়ে গেল।এদিন সকালে দেখা যায় শুভেন্দুর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার পড়েছে রিষড়া শহরের বিভিন্ন জায়গায়।হটাৎ করে রিষড়ায় দাদার অনুগামী পোস্টার পড়ায় এবার এখানেও রাজনীতির নতুন সমীকরণ দেখছে রাজনৈতিক মহল।বিশেষ করে পোস্টার গুলি পড়েছে যেখানে দেওয়ালে তৃণমূলের লেখা কল্যাণ ব্যানার্জীর নাম লেখা রয়েছে সেই দেওয়ালের উপর।
রাজনীতিতে শুভেন্দুকে বারবার আক্রমণ শানিয়ে আসছে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী।আবার নাম না করে তার উত্তর দিচ্ছে শুভেন্দু।তাই এদিন কল্যাণ ব্যানার্জীর নাম লেখা দেওয়ালের উপর শুভেন্দুর ছবি দিয়ে পোস্টার পড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।পোস্টারে লেখা রয়েছে দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি।তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টি সেভাবে গুরুত্ব দিচ্ছে না।তারা জানায় কেউ বা কারা বাজার গরম করতে এসব করছে।