বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রাসবিহারী ঘোষ স্মরণে সাংস্কৃতিক ও কৃষি মেলা

Published on: December 24, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

প্রখ্যাত আইনজীবী রাজবিহারী ঘোষ- এর ১৭৬ তম জন্ম দিবস উপলক্ষে স্যার রাসবিহারী ঘোষ স্মরণে সাংস্কৃতিক ও কৃষি মেলার শুভ উদ্বোধন হলো পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের, তোড়কোনা গ্রামে । প্রতিবছরের ন্যায় এই বছরও স্যার রাসবিহারী ঘোষ স্মৃতি রক্ষা কমিটির তরফে আয়োজন করা হয়েছে এই মেলার। তবে করোনার কারণে মেলার সময় দিন ধার্য করা হয়েছে তিন দিন মাত্র । ফিতে কেটে প্রদ্বীপ প্রজ্জ্বলন করে এবং উদ্বোধনী সংগীতের দ্বারা উদ্বোধন হয় উক্ত মেলার ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সভাধিপতি শম্পা ধারা, খাণ্ডঘোষ বিধায়ক নবীন চন্দ্র বাগ, গোলসি বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থীব ইসলাম, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, সমষ্টি উন্নয়ন আধিকারিক খাণ্ডঘোষ ব্লক, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি সহ মেলা কমিটির সম্পাদক পঞ্চানন দত্ত, সহ সম্পাদক শ্যামল কুমার দত্ত এবং আরও অন্যান্য পদাধিকারীকগণ এবং অতিথিবর্গ- রা

Join Telegram

Join Now