সালানপুর থানার আছড়া এলাকায় পুড়ে ছাই BJP-র পার্টি অফিস

   
                                                     সৌমিত্র গাঙ্গুলী :আসানসোল 

পুড়ে ছাই BJP-র পার্টি অফিস সালানপুর থানার আছড়া এলাকার ঘটনা রবিবার গভীর রাতে এলাকার লোকেদের BJP-র দলীয় অফিসে আগুন লাগার বিষয়টি নজরে আসেঅল্প সময়ের মধ্যে পুড়ে যায় দলীয় অফিস এর ফলে ভিতরে থাকা নথি, আসবাবপত্র সবকিছুই পুড়ে গিয়েছে



গত কয়েকমাস ধরেই বারাবনি বিধানসভার বিভিন্ন এলাকায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে এবার সালানপুর থানার আছড়া এলাকায় BJP-র দলীয় অফিসে আগুন লাগানো হয় বলে অভিযোগকয়েকমাস আগেই বাঁশ চাটাই দিয়ে অস্থায়ী ওই দলীয় অফিসটি তৈরি করা হয়েছিল। BJP নেতা পিন্টু তেওয়ারির জানান “রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। 



                                                                          আরো খবর জানতে দেখুন ;  https://bit.ly/2NlNOcq

খবর পেয়ে আমরা পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে পড়ে ৷ পুলিশ বা দমকলে খবর দেওয়া হলেও তারা অনেক দেরিতে আসেচোখের সামনেই দাউ দাউ করে পুড়ে শেষ হয়ে যায় দলীয় অফিসটি।” তিনি আরও বলেন,” গত কয়েকমাসে আমাদের সংগঠন বেড়েছে সেই কারণেই এই আগুন লাগানো হয়েছে এর আগেও আরেকবার আগুন লাগানো হয়েছিল।” তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেসালানপুর থানার পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *