বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্বয়ং দেব
সৌজন্যে :ইন্টারনেট
টলি পাড়ায় আবারও বসন্তের ছোঁয়া? এ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্বয়ং দেব! অন্তত দেবের ইনস্টাগ্রাম, টুইটার অ্যাকাউন্ট সে কথাই জানান দিচ্ছে। আর দেব নিজের মুখেও ‘স্বীকার’ করে নিয়েছেন খুব শীঘ্রই বিয়ে করছেন তিনি।
এরপরই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। পাত্রী কি তবে রুক্মিণী? এমনিতেই তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে বেশ কয়েক বছর ধরেই শোনা যায় নানা ধরনের গুঞ্জন। নিজেরা যদিও বারেবারেই ‘নিছক ভাল বন্ধু’ বলে ব্যাপারটা এড়িয়ে যান। তবে একসঙ্গে রেস্তরাঁ যাওয়া…সবই চলতে থাকে পুরোদমে। তাই দেব ওই পোস্ট শেয়ার করতেই তাঁর সোশ্যাল অ্যাকাউন্টে শুভেচ্ছার ঢল নেমেছে। শুধু দেব নয়, ফ্যানেরা শুভেচ্ছা জানিয়েছেন রুক্মিণীকেও।কিন্তু টলিউডের হার্ট থ্রোব এর বিয়ের কার্ড পোস্ট হতেই মন ভেঙেছে বহু মহিলা ফ্যান এর।