মৎস্যজীবীদের জালে ধরা পড়লো সামুদ্রিক শূকর
সুদীপ্ত আগুয়ান :পূর্ব মেদিনীপুর
মৎস্যজীবীদের জালে সামুদ্রিক শূকর ধরা পড়লো।শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-২ ব্লকের নিউ জলধা সমুদ্র উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে মৎস্যজীবীদের মাছ ধরার জালে এই জীবিত সামুদ্রিক শূকর ধরা পড়েছে।
তারপর মৎস্যজীবীরা জীবিত ওই সামুদ্রিক শূকরকে নিউ জলধা সমুদ্র উপকূলবর্তী এলাকায় তুলে নিয়ে এসেছে।
কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক লক্ষীনারায়ণ জানা বলেন, “এ দিন সামুদ্রিক শূকরকে দেখার জন্য বহু মানুষ ভীড় জমান। তবে ওই সামুদ্রিক শূকরকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।”