জেলা পুলিশ বাজেয়াপ্ত করল নকল গাওয়া ঘি তৈরীর কারখানা

কৃষ্ণ সাহা :বর্ধমান
বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর মালিরবাগান এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান জেলা পুলিশ বাজেয়াপ্ত করল নকল গাওয়া ঘি তৈরীর কারখানা।
আটক করা হয়েছে দুজনকে। এদিন গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের প্রতিনিধিদল মালিরবাগানে এই কারখানায় হানা দেয়।
জানা গেছে, পচা মিষ্টি এবং বিভিন্ন দোকান থেকে নষ্ট হয়ে যাওয়া মিষ্টির রসের সঙ্গে রাসায়নিক মিশিয়ে তৈরী করা হত এখানে গাওয়া ঘি এবং নানান ধরণের চকোলেট।
এদিন পুলিশ ওই কারখানার দুই কর্মীকে আটক করলেও মালিক পালিয়ে যায়। পুলিশ বাজেয়াপ্ত করেছে কারখানার সমস্ত জিনিসপত্রকে।