আগ্নেয়াস্ত্র সহ ধৃত চার বিজেপি কর্মী

আগ্নেয়াস্ত্র , বোমা সহ চার বিজেপি কর্মী কে গ্ৰেফতার করলো পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ । গতকাল গভীর রাতে মেমারী তারকেশ্বর রুটের মনিরামবাটী এলাকা থেকে টহলরত পুলিশ এদের গ্ৰেফতার করে ।
ধৃতদের মধ্যে হুগলীর ধনিয়াখালির মন্ডল সভাপতি ও রয়েছেন বলে জানা গেছে । সকলেই ধনিয়াখালির বাসিন্দা ।
একটি মারুতি গাড়ি করে ৬ জন রাতের অন্ধকারে যাওয়ার সময় টহলরত পুলিশ এর সন্দেহ হওয়ায় গাড়িটিকে আটক করতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র , বোমা । ধৃতদেরকে পেশ করা হচ্ছে বর্ধমান আদালতে । ২ জন পলাতক ।