বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আনন্দ বসন্ত সমাগমে……..এ এক অন্য বসন্ত

Published on: March 4, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
                                                আনন্দবার্তা -বর্ধমান —
বসন্ত এসে গেছে। আর বসন্ত কে সাদরে আহ্বান জানাতে সমগ্র ভারতবাসী তৈরি। পিছিয়ে নেয় আনন্দবার্তার পরিবার ও। বসন্তর সাথে ,বসন্ত নানা রঙের সাথে মেতে উঠবে আনন্দবার্তার পরিবার আর তার সাথে মাতবে বর্ধমান।


 আগামী ৯ই মার্চ সোমবার বর্ধমান ২ NO  শাঁখারি পুকুর বিবেকানন্দ সেবক সংঘের মাঠে সকাল ৯টা  থেকে আনন্দবার্তা পরিবার শহরবাসীর সাথে মেতে উঠবে রঙের খেলায়।এ যেন এক অন্য বসন্তর অনুভূতি।

নাচ,গান,আড্ডা ,খাওয়া -দাওয়া নিয়ে জমজমাট অনুষ্ঠান এই প্রথম বার আপনার  শহরে আনন্দবার্তার। 

সঙ্গে থাকবে নানা রঙের আবির এর সমারোহ। তাই আনন্দবার্তার “আনন্দ বসন্ত সমাগমে” অনুষ্ঠানে আপনাদের সকলকে জানায় সাদর  আমন্ত্রণ। এই অনুষ্ঠানের জন্য কোনো প্রবেশপত্র নেয়। সকলেই এই অনুষ্ঠানে এসে আনন্দ উপভোগ করতে পারেন।অমৃতা ,অনন্যা ,জেসমিন ,প্রিয়াঙ্কার নাচে গানে বসন্তর নতুন রঙে মাতিয়ে তুলুন। বিশিষ্ট মানুষদের হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হবে আমাদের এই  “আনন্দ বসন্ত সমাগমে”অনুষ্ঠানের। 

Join Telegram

Join Now