বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

জনতা কার্ফু’সফল হলে সংক্রমণ রোখা সম্ভব জানিয়ে মোদীর পাশে WHO

Published on: March 20, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

সৌজন্যে ইন্টারনেট :করোনাভাইরাস এর ভয়ঙ্কর প্রকোপ রুখতে রবিবার জনতা কার্ফুর ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতা কার্ফু এর প্রশংসা করল ভারতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি ।তাদের বক্তব্য, সঠিকভাবে কার্ফু সফল করা গেলে দীর্ঘকালীন ভাইরাসের সংক্রমণ কমে যাবে।

করোনাভাইরাসের মোকাবিলায় রবিবার জনতা কার্ফুর ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। জনতা কার্ফুতে  কতখানি লাভ হবে, তা নিয়ে চলছে বিভিন্ন মহলে জোর আলোচনা । বিরোধীরাও  এক হাত নিয়েছেন ভাষণ শোনার পর নরেন্দ্র মোদীকে ।  তবে নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের প্রশংসা করল World Health Organization। শুক্রবার হু-র ভারতের প্রতিনিধি হেঙ্ক বেকেডাম বলেন, জনতা কার্ফুর আহ্বানকে স্বাগত জানাচ্ছি। সঠিকভাবে এই পরিকল্পনা  রূপায়িত হলে ভাইরাসের সংক্রমণ রুখে দেওয়া যাবে।
বেকেডাম আরও বলেন পরিষ্কার-পরিচ্ছন্ন হাত, সর্দি-কাশি হলে সঠিক ব্যবস্থা নিলে ভাইরাসের সংক্রমণ ঠেকানো যায়।এর পাশাপাশি সামাজিকভাবে নিজেকে আলাদা করলেও ভাইরাসের অগ্রগতি রুখে দেওয়া সম্ভব। মূল বিষয় সকলকে এই চ্যালেঞ্জের মোকাবিলায় একসঙ্গে এগিয়ে আসতে হবে।
‘জনতা কারফিউ’ কেন? সেই প্রসঙ্গে জানান প্রধানমন্ত্রী ” ২২ মার্চ জনতা কারফিউয়ের সাফল্য ও অভিজ্ঞতা আমাদের আসন্ন চ্যালেঞ্জে মোকাবিলার পাথেয় হবে। এজন্য রাজ্য সরকারগুলিকে নেতৃত্ব দিতে অনুরোধ করছি। এনসিসি, এনএসএস কয়েকটি যুব সংগঠন, খেলাধুলার সংগঠনগুলি এগিয়ে আসুন।  সবার কাছে রবিবার জনতা কার্ফু সফল করার আবেদন করছি।”

Join Telegram

Join Now