তৃতীয় দফার লকডাউন কি উঠবে ১৭ তারিখ ??
সৌজন্যে :ইন্টারনেট -লকডাউন কি আগামী রবিবারই উঠে যাবে ? তৃতীয় দফার লকডাউন কি আদৌ উঠবে ১৭ তারিখ? লকডাউনের বিকল্প হিসাবে অন্য কোনও পথ ? যদি তা সম্ভব তা কতটা কার্যকরী হবে, সেসব নিয়ে আলোচনা হয়। আর সেই বৈঠকে লকডাউন বাড়ানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু পশ্চিমবঙ্গ নয়, মোট চারটি রাজ্যে লকডাউন বাড়ানোর আর্জি জানানো হয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, লকডাউন বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই। একই মত পশ্চিমবঙ্গ, পঞ্জাব ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীদেরও। তবে কতদিন পর্যন্ত লকডাউন বাড়ানো হতে পারে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।
এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, ‘আমাদের মতামত কেউ নিচ্ছে না। কঠিন সময়ে রাজনীতি করছে কেন্দ্র।’লকডাউন বা লকডাউন পরবর্তী পরিস্থিতিতে কী করা যেতে পারে, তা নিয়ে আলোচনার জন্যই মুখ্যমন্ত্রীদের সঙ্গে এদিন বৈঠক করেন মোদী। আর সেই বৈঠকে এদিন যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি।
তাঁর মতে কিছু কিছু রাজ্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। কেন্দ্র ‘স্ক্রিপ্ট’ অনুযায়ী কাজ করছে বলেই উল্লেখ করেন মমতা।কেন্দ্র ও রাজ্যের সংঘাত শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। কয়েকদিন আগেই কেন্দ্রের প্রতিনিধি দলকে পাঠানো হয়েছিল রাজ্যে। বিভিন্ন হাসপাতাল ঘুরে সবকিছু খতিয়ে দেখেছেন তাঁরা। আর সেই প্রসঙ্গ টেনেই এদিন ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কেন্দ্র কেন রাজ্যে প্রতিনিধি দল পাঠানোর আগে রাজ্যের মতামত নেওয়া হল না।
এই বৈঠকে সম্ভাব্য আলোচনার বিষয়
ধাপে ধাপে লকডাউন তোলা
পরিযায়ী শ্রমিকদের ফেরানো
দেশের কোন অঞ্চলগুলিতে বিধি-নিষেধ শিথিল করা যাবে
কনটেনমেন্ট জোনের সংখ্যায় বদল হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা
১৭ তারিখের পর কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া সম্ভব কিনা
অর্থনীতিকে আরও সচল করতে আর কী কী পন্থা নেওয়া যেতে পারে, বৈঠকে আলোচনা হতে পারে তা নিয়েও।
অন্যদিকে হু জানিয়েছে, ভারত করোনায় আক্রান্ত হওয়ার কারণে জুলাই এর শেষের দিকে করোনা সংক্রমণ শীর্ষে পৌঁছাবে। জুলাইয়ের শেষে হবে সর্বোচ্চ সংক্রমণ। এরপরই ভারত আসতে আসতে করোনা মুক্ত হবে বা সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলা টিমের বিশেষ সদস্য ডাঃ ডেভিড ন্যাবারো।