আবারো লক ডাউন এর পথে একাধিক দেশ
সৌজন্যে :ইন্টারনেট –করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় একাধিক দেশ লকডাউন শিথিল করেছিল।কিন্তু পুনরায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় সিদ্ধান্ত বদলাতে হয়েছে সেই সব দেশ গুলিকে। ফের তারা লকডাউন চালু করছে। ইতিমধ্যেই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গিয়েছে।বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন লকডাউন তোলার আগে অনেক দিক বিবেচনা করতে হবে। লেবানন ফের লরডাউন চালু করেছে চারদিনের জন্য।
লেবাননে করোনা সংক্রমণ আয়ত্তে এসেছে মনে করা হয়েছিল। বিশ্বস্বাস্থ্য সংস্থাও বারবার এনিয়ে সতর্ক করেছে।লকডাউন তোলা নিয়ে তাড়াহুড়ো করা উচিত হবে না জানানো হয়েছিল বারবার।দক্ষিণ কোরিয়ায় কমে যাওয়ার পর ফের আক্রান্তের হদিশ মিলছে।চিনের উহানে নতুন করে ৬টি সংক্রমণ ধরা পড়ার পর ১ কোটি ১০ লাখ বাসিন্দার নমুনা পরীক্ষা করা সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।জার্মানিও ফের লকডাউন জারি করার কথা ভাবছে।ইরানেও ফের লকডাউন জারি হচ্ছে।