করোনা সংক্রমন রুখতে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা বানালো নন টাচিং ইলেকট্রিক সুইচ

সৌমিত্র গাঙ্গুলী :আসানসোলে – বিদ্যুতের সুইচ থেকে যেন কোনওভাবে করোনা সংক্রমন না ছড়ায় তার দিকে খেয়াল রেখে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা বানিয়ে ফেললেন নন টাচিং সুইচ। এই সুইচ বোর্ডে লাগানো রয়েছে সেন্সর।
করোনা পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে দুর থেকে ইলেকট্রিক সুইচ ব্যবহারের সেন্সার যন্ত্র তৌরি করল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা।এই পরিস্থিতিতে স্কুল কলেজ সহ যেখানে জনসমাগম হয় সে সমস্ত স্থানে এগুলো ব্যবহার করা যেতে পারে সংক্রমণ এড়াতে এমনটাই জানালেন ছাত্র ছাত্রী ও বিভাগীয় শিক্ষকরা।এই বিশেষ যন্ত্রটি ইলেকট্রিক বোনের সাথে সংযুক্ত করে দিলে সুইচ বোনের কাছে হাত নিয়ে গেলেই সেই সুইচটি নিজের থেকে অন হয়ে যাবে।পুনরায় হাত নিয়ে গেলেই সুইচটি অফ হয়ে যাবে।
সংস্থার পক্ষ থেকে পার্থ প্রতীম ভট্টাচার্য বলেন, এটা এমন একটি গ্যাজেটস যেটা লাগালে , স্পর্শ না করে যে কোন ইলেকট্রিক সুইচ অন অফ করা যাবে।ফ্যান লাইট জালানোর বা নেভানোর জন্য এটা ব্যবহার করা যাবে।কম খরচে স্কুল বা কলেজে ব্যবহার করার জন্য এটা ভাল।আমাদের কলেজে এটা ব্যবহারের জন্য লাগানো হয়েছে ।কলেজেরই এক ছাত্র কামরুল হাসান বলেন, এই নন টাচিং সুইচ গ্যজেস্ট টি সেন্সারের মাধ্যমে কাজ করবে।যেখানে সুইচে না টাচ করে অফ অথবা অফ করা যাবে।
আরও দেখুন পূর্ব বর্ধমানে রাট ৯টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কার্ফু :https://www.youtube.com/watch?v=4d7vsaevax0