বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কঠোর লকডাউন, খোলা থাকবে না মাছ মাংস সবজি বাজারও শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া

Published on: July 17, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

দেবু সিংহ -মালদা:- করোনার গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে ইংরেজবাজার এবং পুরাতন মালদা দুই পৌরসভা এলাকায় শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে কঠোরভাবে লকডাউনশুধুমাত্র ওষুধের দোকান ছাড়া বন্ধ থাকবে বাজার হাট দোকানপাট। 


কোনমতেই খোলা থাকবে না মাছ মাংস সবজি বাজারওলকডাউন চলাকালীন সাধারণ মানুষকে ঘরমুখী করতে ততপর হলো মালদা জেলা পুলিশএই দিন শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ারা কড়া নজরদারি চালাচ্ছেন। 


এই দিন শহরের প্রতিটি দোকান বন্ধ, রাস্তায় বন্ধ গাড়ি চলাচলঅতি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোনো একেবারে নিষিদ্ধ প্রশাসনের পক্ষ থেকে এমন একটা নির্দেশ জারি করা হয়েছেপুলিশ প্রশাসনের নজরদারিতে এদিন শহরের প্রতিটি রাস্তা ছিল শুনশান

Join Telegram

Join Now