এদিন কলকাতার নাইসেডে দৈনিক ১০ হাজার পরীক্ষার ব্যবস্থা যুক্ত এক অত্যাধুনিক ল্যাব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।বেলেঘাটার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজ (NICED),
মুম্বইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন রিপ্রোডাক্টিভ হেলথ (NIRRH) ও নয়ডায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চে (NICPR) এই নতুন অত্যাধুনিক ল্যাব চালু হবে। এখানে দৈনিক ১০,০০০ নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। তবে এই ল্যাবগুলি শুধুই যে করোনা পরীক্ষার জন্য তাই নয়। জানা যাচ্ছে, HIV, TB, ডেঙ্গি, হেপাটাইটিস বি ও সি পরীক্ষাও করা যাবে এই অত্যাধুনিক ল্যাবে। মূল অনুষ্ঠানে নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন , কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: হর্ষবর্ধন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মুম্বইয়ের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
