বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

পরিবারের ছোট বোন করোনা পজিটিভ,’করোনা বাড়ি’ আখ্যা দিয়ে পাড়ায় একঘরে

Published on: August 1, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

নিজস্ব সংবাদদাতা :-পরিবারের ছোট বোন করোনা পজিটিভ হয়ে কোলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি কিন্তু তার বাড়ি শ্রীরামপুরের 25 নং ওয়ার্ডের গাঙ্গুলিবাগান বাড়িকে। ‘করোনা বাড়ি’ আখ্যা দিয়ে পাড়ায় একঘরে করে রেখে দিয়েছে ওই পরিবারকে পাড়ার গলির মুখে দড়ি দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে এমনকী বাড়ির পাশে পৌরসভার জলের কলকে প্লাস্টিক দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছেবন্ধ করে দেওয়া হয়েছে দোকান, বাজার এমনকী প্রয়োজনীয় ঔষুধ কিনতে পারছেন না বাড়ির নিচে নিজের ভাইপোর কেবল বিজনেস রয়েছে, তাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ 


তার পরিবারে রয়েছে 85 বছরের বৃদ্ধা মা ও বয়স্কা তিন বোন গত 28 তারিখে ছোট বোন হাসপাতালেভর্তি হয়েছিলেন তনুশ্রী ভট্টাচার্য কোলকাতা ট্রপিক্যালে কাজে  কর্মরতপুরো পরিবার কে যে একঘরে করে রাখা হয়েছে তা নিয়ে জেলাশাসককে অভিযোগ জানানোর পর আজ দুপুরে 22 নং ওয়ার্ডের কাউন্সিলার শান্তনু গাঙ্গুলি আসেন পরিবারের তিন বোনের সাথে কথা বলেন । 

                               

সমস্ত দেখভাল করার প্রতিশ্রুতি দিয়েছেন বন্ধ জলের কলের মুখ থেকে প্লাস্টিক খুলে দিয়েছেন তবে প্রতিবেশীদের দু একজনের প্রতিক্রিয়া, যাঁরা এই পরিবারের সাথে মধ্যযুগীয় বর্বরতা আচরন করেছে তা কোনো ভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বিকালে শ্রীরামপুর মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী আসেন পরিবারের বাড়িতে তিনি ত্রাণ সামগ্রী ও পালস্ অক্সিমিটার দেন পরিবারের তিন দিদির হাতে 

Join Telegram

Join Now