মাছ এর পরিবর্তে নদী থেকে উঠে এলো একটি স্কুটি
মাধব দেবনাথ :নবদ্বীপ-মাছ এর পরিবর্তে নদী থেকে উঠে এলো একটি স্কুটি।তা দেখে চক্ষু চড়ক গাছ মাছ ধরতে আসা জেলেদের।এমনই ঘটনা ঘটেছে বুধবার ভোরে নদীয়ার নবদ্বীপ থানার গৌরাঙ্গ সেতুর কাছে ভাগীরথী নদীতে । এদিন সকালে প্রতিদিনের মত গৌরাঙ্গ সেতুর নিচে ভাগীরথী নদীতে মাছ ধরতে যান ভড়পাড়ার রঞ্জিত মাঝি,খড়ের মাঠের শ্যামল হালদার, মনিন্দ্র হালদার এবং পীযুষ দাসরা ।
নদীতে চিংড়ি মাছ ধরার জন্য রঞ্জিত মাঝি মাছ ধরার ঢোল তুলতে গিয়ে নদীর পার থেকে প্রায় পনের থেকে কুড়ি ফুট দূরে একটি ভারী কিছু বাধে ওই মাছ ধরার ঢোলে। এরপর তিনি অন্যান্য জেলেদের ডেকে নেন। সবাই মিলে এসে ওই ঢোল তুলতে গিয়ে দেখেন তাতে বেঁধে আছে একটি ভারী কিছু। টেনে ডাঙ্গায় তুলতে তারা দেখতে পান একটি স্কুটি। এরপর নবদ্বীপ থানার খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে স্কুটিটি থানায় নিয়ে যায়। কিভাবে ভাগীরথী নদীর জলে এই স্কুটিটি এলো তার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।