18 ই আগস্ট পালিত হলো নবদ্বীপ সহ নদীয়া জেলার স্বাধীনতা দিবস

 

মাধব দেবনাথ :নাদিয়া –  আজকের দিনটিকে নবদ্বীপ দিবস হিসেবে পালন করা হলো নবদ্বীপের অরবিন্দ আশ্রমেউপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি পশ্চিমবঙ্গ প্রদেশ পরিষদীয় সদস্য জীবনকৃষ্ণ সেন


১৫ আগস্ট ১৯৪৭ সালে দেশভাগের মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এলো! কিন্তু নদিয়া মুর্শিদাবাদ মালদহ পশ্চিম দিনাজপুর জেলার এবং বনোগ্রাম থানা এলাকার মানুষ স্বাধীনতার আনন্দ উৎসবে অংশ নিতে পারিনি সেদিনবরং উৎকণ্ঠায় কাটিয়েছে সে দিন! ভারত না পাকিস্তান কোন দেশের অধীনে তারা থাকবে অনিশ্চয়তা নিয়ে অন্তত দু তিন দিন আতঙ্কের মধ্যে কাটিয়েছিল তারাস্বাধীনতার আনন্দ পেতে তাদের অপেক্ষা করতে হয়েছিলো অন্তত দুদিন।

 যখন ১৭ ই আগস্ট নদীয়া জেলার ভারত ভুক্তির ঘোষণা হল তারপরই শুরু হয়েছিল স্বাধীনতার বিলম্বিত উৎসব! কিন্তু সম্পূর্ণ নদিয়া জেলা ভারতভুক্তি তথা পূর্ণ স্বাধীনতার সাদ লাভ করে ১৮ ই আগস্ট ১৯৪৭ সালে! আর সে কারণেই ১৮ ই আগস্ট ১৯৪৭ সাল দিনটিকে স্মরণ রেখে নদীয়ার ভারতভুক্তির দিবস ধরে ঐ দিনটিকে বিশেষভাবে পালন করা হয়


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *