বিনা পয়সায় নেট ও এন্ড্রয়েড মোবাইল দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূল ছাত্র পরিষদের
হুগলী :নিজস্ব প্রতিনিধি – গোঘাট থানার অন্তর্গত যে সমস্ত শিক্ষার্থীরা বর্তমানে কোভিড নাইটিনের দরুন অনলাইনের মাধ্যমে পড়াশোনা করছেন সেই সমস্ত শিক্ষার্থীদের নেট বিল মুকুব অর্থাৎ বিনা পয়সায় নেট এবং যে সমস্ত শিক্ষার্থীদের এনড্রয়েড মোবাইল নেই তাদের এন্ড্রয়েড মোবাইল দেওয়ার দাবিতে দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন গোঘাট অঞ্চলের বেশকিছু ছাত্র-ছাত্রী। শুধু তাই নয় প্রধানমন্ত্রীকে ইমেইল করে ও তাদের দাবি জানিয়েছেন।
তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি আজ গোঘাট থেকে শুরু হল। আগামী দিনে আরো অন্যান্য জায়গাতেও এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ছাত্রনেতা আশিক হোসেন। তিনি বলেন যেখানে রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি মুকুব করে দিয়েছেন, সেখানে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী দেশটাকে বিক্রি করে দিচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে ছাত্র-ছাত্রীদের আবেদন ছাত্র-ছাত্রীদের নেট পরিষেবা মুকুব করা হোক এবং যাদের অ্যান্ড্রয়েড মোবাইল নেই তাদেরকে এন্ড্রয়েড মোবাইল দেয়া হোক.