বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ভারত চ্যাম্পিয়ন্সের সেমিফাইনাল বয়কট: রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানের বিপক্ষে খেলেনি, সরাসরি ফাইনালে পাকিস্তান

Published on: August 3, 2025
---Advertisement---

Join WhatsApp

Join Now

ভারত চ্যাম্পিয়ন্স দল সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL) এর সেমিফাইনাল থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, যার ফলে তারা পাকিস্তানের বিপক্ষে খেলেনি। এই টুর্নামেন্টটি WTC (World Test Championship) নয়, বরং লেজেন্ড ক্রিকেটারদের নিয়ে আয়োজিত একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

Read MORE – https://anandabarta.in/kashmir-joint-operation-trf-militants-killed/


ভারত চ্যাম্পিয়ন্স দল কেন পাকিস্তানের বিপক্ষে খেলেনি, তার মূল কারণ হলো রাজনৈতিক উত্তেজনা এবং জনমত। এ বছরের শুরুর দিকে কাশ্মীরের পাহালগামে একটি সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়। এরপর থেকেই ভারতীয় খেলোয়াড় এবং দল স্পনসররা পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের খেলায় অংশ নিতে অনিচ্ছা প্রকাশ করে।
গ্রুপ পর্বের ম্যাচেও ভারত একই কারণে পাকিস্তানের বিপক্ষে খেলেনি। সেমিফাইনাল ম্যাচেও একই সিদ্ধান্ত বজায় রাখা হয়।

দলের সিনিয়র খেলোয়াড় যেমন শিখর ধাওয়ান, যুবরাজ সিং এবং সুরেশ রায়না খোলাখুলি জানিয়েছিলেন যে তারা পাকিস্তানের বিপক্ষে খেলবেন না। টুর্নামেন্টের অন্যতম প্রধান স্পনসর ‘EaseMyTrip’ ও এই ম্যাচের স্পনসরশিপ থেকে নিজেদের সরিয়ে নেয়। তারা জানায়, “সন্ত্রাস ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না।”


এই পরিস্থিতিতে WCL কর্তৃপক্ষ উভয় দলের খেলোয়াড়দের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ম্যাচটি বাতিল করে দেয়। যেহেতু ভারত ম্যাচটি খেলতে অস্বীকার করে, তাই নিয়মানুসারে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দল সরাসরি ফাইনালে চলে যায়।

Join Telegram

Join Now