বেসরকারি স্কুলের বিরুদ্ধে অভিযোগ

তীব্র দাবদাহের মধ্যে বর্ধমান শহরের একটি বেসরকারি স্কুলে, স্কুলের বাচ্চাদের টিনের চালের ঘরে বসিয়ে পড়াশোনা করাকে কেন্দ্র করে অভিভাবকদের সঙ্গে স্কুলের কর্তৃপক্ষদের বাকবিতণ্ডা।

অভিযোগ :-
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের স্বামী বিবেকানন্দ একাডেমি বেসরকারি স্কুলে সকাল থেকে প্রায় ৪০০-৫০০ জন অভিভাবক দাঁড়িয়েছিলেন ।তাদের অভিযোগ ২৫ হাজার টাকা করে বেতন নেওয়া হয় তারপরে এই গরমের মধ্যে স্কুলের বাচ্চাদের কে টিনের সেডে রেখে পড়ানো হচ্ছে। তাতে বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে পারে ।তাদের দাবি আমরা ২৫ হাজার টাকা ফিজ দিচ্ছি তারপরও কেন বাচ্চাদের টিনের সেডে কেন রাখবেন ।

এই কথা নিয়ে স্কুল কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলতে গেলে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গে তুমুল উত্তেজনা ।তর্ক বিতর্ক থেকে শুরু হয়ে যায় হাতাহাতি। স্কুলে থাকা সিকিউরিটিরা তাদের মারধর করে বলে অভিযোগ, অবশেষে স্কুলে পুলিশ এসে সমস্ত কিছু নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ সমস্ত অভিভাবকের দোষ দেবোনা তারা এসে অভিযোগ করেছেন ।একজন ছাত্রের বাবা তিনি স্কুলের গেট ভাঙতে যান ,এমনকি বাজে আচরণ করেন,মারধোর করা হয় তাদের বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *