পূর্ব বর্ধমান জেলা পুলিশ এর বিরাট সাফল্য

আজ সকালে জামালপুর থানার অন্তর্গত আবুঝহাটি গ্রামে এক বৃদ্ধা মহিলার রক্তাক্ত মৃতদেহ তাঁর নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। একই স্থানে তাঁর স্বামীকেও গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত ব্যক্তিকে জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা মহিলাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর মৃতার স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে জামালপুর থানায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে। এস.ডি.পি.ও সদর সাউথ-এর নেতৃত্বে, জামালপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে।
প্রাপ্ত টেকনিক্যাল ইনপুট ও স্থানীয় সূত্রের ভিত্তিতে, ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যেই পুলিশের একটি দল বীরভূম জেলার মল্লারপুর থানা এলাকা থেকে একজন অভিযুক্তকে এবং অপর একটি দল জামালপুর থানা এলাকা থেকেই আরও একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদের সময় উভয় অভিযুক্তই তাদের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে। আগামীকাল উক্ত অভিযুক্তদের মহামান্য বর্ধমান আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।