দলীয় পতাকা ও ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগে বিক্ষোভ কর্মসূচি বিজেপির

রাস্তার দুধারে লাগানো দলীয় পতাকা পোস্টার রাতারাতি গায়েব

রাস্তার দুধারে লাগানো দলীয় পতাকা পোস্টার রাতারাতি গায়েব হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সঙ্গে উত্তেজনা ছড়ালো বিজেপি শিবিরে। প্রতিবাদে প্রশাসনের কাছে অভিযোগ দায়েরের পর বুলবুলচন্ডী এলাকায় বিজেপি কর্মীরা র‍্যালির করে বুলবুলচন্ডী এলাকা ঘুরে প্রতিবাদ মিছিল করে পরে ঘোরা স্ট্যান্ডে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ বেশ কিছুক্ষণ ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। প্রসঙ্গত, বুলবুলচণ্ডী বাসস্ট্যান্ড থেকে হাসপাতাল মোড় পর্যন্ত রাস্তার দুপাশে তৃণমূল এবং বিজেপির পতাকা ও ফেস্টুন লাগানো ছিল। বিজেপির অভিযোগ,সোমবার সকালে দেখা যায়,সেসব ছিঁড়ে নষ্ট করে মাটিতে ফেলা রাখা রয়েছে। স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা লক্ষ্য করেন, তাঁদের দলের পতাকা, ফেস্টুনের বেশির ভাগই উধাও হয়ে গেছে।

কিছু পতাকা, ফেস্টুন ছেঁড়া অবস্থায় যত্রতত্র পড়ে রয়েছে। কিন্তু তৃণমূলের পতাকা,ফেস্টুন ঠিকঠাক রয়েছে। এই দৃশ্য দেখে বিজেপির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে হবিবপুর ব্লক দফতরে লিখিত অভিযোগ দায়ের করে গোটা ঘটনার তদন্ত দাবি করা হয়। অভিযোগের আঙুল উঠে তৃণমূলের দিকে। অভিযোগ এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়েছে।সেই ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার বুলবুলচন্ডী পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বিজেপির কর্মী সমর্থকরা। এখন দেখার কমিশনের নির্দিষ্ট দফতর কী পদক্ষেপ গ্রহণ করে এই ঘটনায়।

এবিষয়ে তৃনমুল কংগ্রেসের এই অভিযোগ ভিত্তিহীন বলে জানান।আমরা শুনলাম বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন বুলবুলচন্ডীতে ফ্লাগ ও ফেস্টুন তৃনমূল কংগ্রেসের এর ছেরা হয়েছে আমরাও অভিযোগ করেছি তৃণমূল কংগ্রেসের নোংরা রাজনীতি করে না। তৃণমূল সুশৃঙ্খলা বজায় রেখে রাজনিতি করে এটা একটা বিজেপির মিথ্যা প্রচার। ভারতবর্ষের মানুষ জেনে গিয়েছে বিজেপির আর অস্তিত্ব নেই তাই ভয় পাছে বিজেপি ধরনের চক্রান্ত এবং মিথ্যা কথা বাংলা মানুষ বুঝতে পেরেছি তাই বিজেপি ভয় পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *