বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান
বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলো ১০০ জন বিজেপি কর্মী সমর্থক
লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন,বীরভূমে নানুরের কীর্ণাহারে গোমাই গ্রামে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলো ১০০ জন বিজেপি কর্মী সমর্থক।লোকসভা নির্বাচনকে সামনে রেখে কীর্ণাহারে গোমাই গ্ৰামে একটি কর্মীসভার আয়োজন করা হয়। সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন নানুর ও কেতুগ্রামের দায়িত্বপ্রাপ্ত তৃনমূল নেতা তথা জেলা সভাধিপতি কাজল শেখ। তার হাত ধরেই এবার ওই গ্রামের ১০০ জন বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলেন।
তৃনমূলে যোগদান করলেন বিজেপির নানুর ১নম্বর মন্ডলের বিজেপির যুব মোর্চার সভাপতি চিরণ দাস, এছাড়াও তার দায়িত্ব ছিল বীরভূম জেলা বিজেপি আইটি সেল ইনচার্জের।তিনি তৃণমূলে যোগদান করার আগে একাধিকবার বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ফেসবুক পোস্ট করেছেন, তারপরই বিজেপি তে অপমানিত হওয়ার পর আজ তৃণমূলে যোগ দিলেন।
লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার মূহুর্তে ফের বিজেপি তে ভাঙন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।