সৃষ্টিশ্রী মেলা২০২৪
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আনন্দধারা জেলা কার্যালয় বীরভূমের নিবেদন সৃষ্টিশ্রী মেলা
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আনন্দধারা জেলা কার্যালয় বীরভূমের নিবেদন সৃষ্টিশ্রী মেলা। এই সৃষ্টিশ্রী মেলা উদ্বোধন হয় আজ চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সৃষ্টিশ্রী র সৃষ্টি সুখের উল্লাসে শিল্পীর শৈলিক শৈলীতে শিল্পের প্রকাশে প্রদর্শনীয় প্রসারণে মিলনমেলার আয়োজন। এই মেলা বোলপুর লাল মাটি কর্ম তীর্থ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ সরকারের বীরভূম জেলা প্রশাসন ও বীরভূম জেলা গ্রামোন্নয়ন শাখার উদ্যোগে সৃষ্টিশ্রী মেলা।
এই মেলার ফিতে কেটে ও প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন বীরভূম জেলাশাসক বিধান রায়। এই মেলাতে গ্রামীণ শিল্পীরা তাদের হাতের কাজ নিয়ে এই মেলাতে পসরা সাজিয়ে বসেন বিক্রির উদ্দেশ্যে। কাঁথা স্টিচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতের কাজের সামগ্রীর নিয়ে এই মেলা বেশ জমজমাট হয়ে উঠেছে।
এই মেলা এবারে তৃতীয় বছরে পা দিল। এই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমল হোসেন প্রকল্প আধিকারিক জেলা গ্রাম উন্নয়ন দপ্তর বীরভূম, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।