বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

শিশুদের জন্য বরাদ্দ শয্যায় কালীঘাটের কাকু

Published on: December 8, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

‘কালীঘাটের কাকু’ সএসকেএম হাসপাতালে আইসিইউতে ভর্তি।শিশুদের জন্য বরাদ্দ শয্যায় রয়েছেন ‘কাকু’ ।হাসপাতাল সূত্রে খবর, অন্য কোনও শয্যা খালি না থাকায় ওই শয্যায় তাঁকে রাখা হয়েছে।জেলে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়।ইডি  অনেক দিন ধরে  চেষ্টা করে যাচ্ছে সুজয়কৃষ্ণ ভদ্রর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে।

এসএসকেএম কর্তৃপক্ষের দাবি গলার স্বরের নমুনা দেওয়ার উপযোগী নয় কাকু ।শুক্রবারই এসএসকেএম থেকে ‘কাকু’কে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল।সঙ্কেত দিলে শুক্রবারই গলার স্বরের নমুনা সংগ্রহ করার কথা ইডির। ‘কাকু’র শারীরিক অবস্থার অবনতি বৃহস্পতিবার মধ্যরাত থেকে  এসএসকেএম সূত্রে খবর।

শিশুদের জন্য বরাদ্দ ১৮ নম্বর শয্যায়  রাখা হয়েছে ‘কাকু’কে ।এ প্রসঙ্গে, হাসপাতালের চিকিত্‍সকেরা জানান জরুরি পরিস্থিতিতে যে কোনও শয্যায় রেখেই রোগীর চিকিত্‍সা করা যায় ।এসএসকেএমের সুপার পীযূষ রায় যা বলার তিনি ইডিকে বলেছেন বলে জানিয়েছেন।

Join Telegram

Join Now